পড়াশোনা শেষ করে সবার মোটামুটি ইচ্ছা থাকে ভাল একটা চাকরী করার। কিন্তু আপনাকে জানতে হবে Skills you must have for a job Beside Academic Courses.
Graduation Complete করার পর দেখা যায় যে ব্যক্তি সকল Course এ First class পেয়েছিল সে কোন চাকরী পাচ্ছে না। অথবা কোন রকম ছোট-খাট একটা চাকুরীতে যোগ দিয়েছে।
কিন্তু আবার দেখা যায় অনেকে টেনেটুনে 2nd class পেয়েও বড় পদের চাকরী করছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যটা হল skill development এ! বর্তমানে প্রায় সকল প্রতিষ্ঠানই গুরুত্ব দেয় skillful মানুষদের।

Read more – কম্পিউটার ছাড়াই কিভাবে টাইপিং এ দক্ষ হওয়া যায়।
আপনি Academic Course গুলোতে সবার চেয়ে ভাল রেজাল্ট করলেও আপনার যদি Co-curricular activities জ্ঞান না থাকে বুঝবেন আপনি চাকরীর বাজারে একদম জিরো।
অনেকে আছে অনার্স-মাস্টার্স শেষ করে এসব শিখতে চাই। ততক্ষনে অনেক দেরী হয়ে যায়।
তাই আসুন আজ জেনে নেই Skills you must have for a job Beside Academic Courses.
So, what are the Skills you must have for a job Beside Academic Courses
- ১. কম্পিউটার জ্ঞানঃ বর্তমানে কম্পিউটার জ্ঞান না রেখে ভাল একটি চাকরীর প্রত্যাশা করা নিতান্তই বোকামী। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ।
- ব্যাংক সহ প্রত্যেকটি প্রতিষ্ঠানে বর্তমানে কম্পিউটার ব্যবহার করা হয় দ্রুত হিসাব নিকাশের জন্য। আপনি একটু লক্ষঢ করলে বুঝতে পারবেন অধিকাংশ Job circular এ office assistant cum computer typist পদ থাকে।
- ICT subject টাকে বাধ্যতামূলক করা হয়েছে। এসব শুনে বুঝতে বাকি থাকা উচিত নয় কম্পিউটার জানা কতটা জরুরী।
কম্পিউটারের a-z জানা সম্ভব না। তবে কয়েকটা বিষয় যেমন Microsoft Office Word, Excell, Powerpoint, Access, Databases, Internet browsing,
হালকা ফটোশপের জ্ঞান, E-mail আদান-প্রদান জানলে মোটামুটিভাবে আপনাকে যোগ্য বিবেচনা করা হবে। তবে কম্পিউটারে টাইপিং এ আপনাকে পারদর্শী হতে হবে।
এ বিষয়ে আমি একটা পোস্ট করেছি। কম্পিউটার না থাকলেও কিভাবে Typing Expert হওয়া যায় তা জানতে এখানে ক্লিক করুন।
Read More – Grammarly Review
- ২. স্পোকেন ইংলিশঃ দেখুন আমরা বাঙালী। ছোটবেলা থেকে বাংলাতে গুছিয়ে কথা বলতে অভ্যাস্ত। হঠাৎ ইংরেজীতে কথা বলা কিছুটা নার্ভাসনেসের ব্যাপার।
- তবে আপনি যদি মিনিমাম HSC পাশ করেন আপনিও ইংরেজীতে কথা বলতে পারবেন। টুকটাক ইংরেজী আমরা সবাই জানি।
- জাস্ট এটাকে spoken English এ Transfer করতে হবে। ছোট ছোট বাক্য নিন সেগুলো জোরে জোরে উচ্চারন করে পড়ুন। কিছুদিন ইংরেজী পত্রিকা পড়ুন, ইংরেজী নিউজ বুলেটিন শুনুন, ইংরেজী মুভি দেখুন, আয়নার সামনে দাড়িয়ে চর্চা করুন, নিজের ভয়েস রেকর্ড করে নিজে শুনুন।
- এভাবে চর্চা করার ১ মাস মত পরে আপনি অফিসে ব্যবহৃত word গুলো শিখে নিন কোন একটা বই থেকে।
এছাড়াও আরও অনেক রকম যোগ্যতা আপনার থাকা চাই ভাল একটি জবের জন্য। সেগুলোর মধ্যে এই দুটি skill আপনার অবশ্যই থাকা লাগবে।
যাদের কাছে ইংরেজী এবং কম্পিউটার অনেক জটিল মনে হয় তারা আমাদের Facebook group এ জয়েন করে থাকতে পারেন।
You can join our Facebook Group – https://www.facebook.com/groups/3437769682909904
Related of this post
Sajol Fuad, an expert blogger and SEO, affiliate marketer has a passion for spreading knowledge to the newbies and the feeders. – Thank you
Leave a Reply